দক্ষ শ্রমিক তৈরিতে ঋণ দিচ্ছে ইইউ, নতুন কর্মসংস্থানের হাতছানি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১১, সোমবার, ১ জুলাই, ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইউরোপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি হবে বলে মনে করছেন জনশক্তি বিশেষজ্ঞরা।

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। এ জন্য পাইলট প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৩০ লাখ ইউরো ঋণ সহায়তা দিচ্ছে ইইউ। এরই মধ্যে ইতালি, জার্মানি, রোমানিয়া ও গ্রিস কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

ইতোমধ্যে ইউরোপে দক্ষকর্মী পাঠাতে তৈরি পোশাক, আইসিটি, কৃষি, জাহাজ নির্মাণ, নির্মাণশিল্প, ট্যুরিজম ও হসপিটালিটিসহ বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঢাকার ইইউ মিশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি চুক্তি সই করতে সম্মত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।

এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইউরোপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি হবে বলে মনে করছেন জনশক্তি বিশেষজ্ঞরা।

Share This Article