টয়লেটে গেম খেলার সময় যুবকের পশ্চাৎদেশে সাপের কামড়!
আন্তর্জাতিক ডেস্ক
টয়লেটে বসে আনমনে মোবাইলে গেম খেলার সময় এক যুবকের পশ্চাৎদেশে সাপ কামড়েছে।
নিউজউইক জানায়, মালয়েশিয়ান নাগরিক সাবরি তাজালি টয়লেটে বসে যখন গেম খেলছিলেন, তখন তিনি পশ্চাৎদেশে সাপের কামড় অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি সাপটি সরিয়ে দেন। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। কামড় খেতে হয়েছে তাজালিকে।