বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২১, বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলার। এ বছরের মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯.৩০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১০০.৬৪ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মার্চে সরকারি বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৯ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালে ছিল ৭৯.৬৯ বিলিয়ন ডলার। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাতে ঋণ আছে ২০.২৯ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২০.৯৪ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, ঋণের সুদহার বেশি হওয়ায় বিদেশি ঋণ নিতে আগ্রহ কমেছে বাংলাদেশের। তাই নতুন করে বিদেশি ঋণ বাড়ছে না। এছাড়া একদিকে দ্রুত স্বল্পমেয়াদি ঋণ পরিশোধ করা হচ্ছে, অন্যদিকে নতুন করে ঋণ না নেয়ায় সার্বিকভাবে বিদেশি ঋণ কমছে।

Share This Article