বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৮, মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি খাতে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বৈদেশিক ঋণ ১০০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার হয়েছিল। সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে সরকারের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৯ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের শেষে ছিল ৭৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। অন্যদিকে বেসরকারি খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা গত বছরের ডিসেম্বরের ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের চেয়ে ৩ শতাংশ কম।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ১১ দশমিক ০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরের ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার থেকে ৭৫০ মিলিয়ন ডলার কম। একই সঙ্গে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ ডিসেম্বরের ৯২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে মার্চে ৯১ দশমিক ৫৩ কোটি ডলারে নেমে এসেছে।

 

Share This Article


ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বড় ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক, বাংলাদেশের জন্য ‘গেম চেঞ্জার’

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

রিজার্ভে যোগ হলো আরো দুই বিলিয়ন ডলার

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সার্কভুক্ত দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেল বাংলাদেশ

উচ্চ-মধ্য আয়ের স্বপ্ন: বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার দেবে এডিবি

বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার!

যেকারণে বাংলাদেশকে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ভোগ্যপণ্যের আমদানি কমেছে ১৫ শতাংশ

বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার দিলো বিশ্বব্যাংক