উচ্চ-মধ্য আয়ের স্বপ্ন: বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার দেবে এডিবি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৪, বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের জন্য নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে এডিবির এই ঋণ সহায়তা ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। ৯২টি উন্নয়ন প্রকল্পে আগামী চার বছরে এই ঋণ প্রদান করবে সংস্থাটি। ২৫ বছর মেয়দী ঋণের সুদ ০.৭৫ শতাংশ।

কৃষি, খাদ্য, বিদ্যুৎ, পরিবহন, পানি ও নগরায়ন, গণ-ব্যবস্থাপনা, সবুজয়ান, কর্মসংস্থান, সুশাসন ও সামাজিক সুরক্ষা জোরদার করতেই এই ঋণ সহায়তা দিচ্ছে এডিবি।

২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের জন্য নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে এডিবির এই ঋণ সহায়তা ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

উল্লেখ্য, গত চার বছরে বাংলাদেশকে ১২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে এডিবি।

Share This Article