জাতীয় সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৮, মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি সুসংহত করার স্বর্ণালি ইতিহাস,  বঙ্গবন্ধুর পারিবারিক জীবন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্থান পেয়েছে সংগ্রহশালায়।

গত ২৪ জুন জাতীয় সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।  

বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, খোকা থেকে শুরু হয়ে তারুণ্যে মুজিব ভাই হয়ে ওঠা, পাকিস্তানের জন্ম, উত্তাল ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ৭ মার্চের ভাষণ, গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, র্দীঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ,  বীরাঙ্গনাদের আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল বিজয় ধারাবর্ণনা স্থান পেয়েছে এই সংগ্রহশালায়।

এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি সুসংহত করার স্বর্ণালি ইতিহাস,  বঙ্গবন্ধুর পারিবারিক জীবন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্থান পেয়েছে সংগ্রহশালায়।

Share This Article