বড় কোন পরিবর্তন ছাড়াই বাজেট পাস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৫, সোমবার, ১ জুলাই, ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

দেশের ৫৩তম প্রস্তাবিত বাজেটে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। জনসাধারণের মতামতের ওপর প্রাধান্য দিয়ে ব্যক্তি পর্যায়ে কর দাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো।  এছাড়া মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলেও করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকাই রাখা হয়েছে।

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে। চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে এ বাজেট পাস হলো।  প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা শেষে ২৯ জুন অর্থ বিল অনুমোদন দেয় সংসদ। দেশের ৫৩তম প্রস্তাবিত বাজেটে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

ব্যাপক আলোচনা-সমালোচনার পরও অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শে বাজেটে  ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। ব্যক্তি পর্যায়ে কর ৩০ শতাংশ করার প্রস্তাবও গ্রহণ করেনি সংসদ।জনসাধারণের মতামতের ওপর প্রাধান্য দিয়ে ব্যক্তি পর্যায়ে কর দাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো। 
এছাড়া মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলেও করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকাই রাখা হয়েছে।

মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর নতুন কোনো চাপ যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখেই  উল্লেখিত বিষয়সহ আরো অনেক ক্ষেত্রেই কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় সাদুবাদ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


গাজায় আরও ১২ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়ে ৩৭৯২৫

বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

এডিবি প্রেসিডেন্টের সাথে স্থানীয় সরকারমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

বেনজির ইস্যুতে কারও দায় নেবে না পুলিশ: আইজিপি

প্রত্যয় স্কিম নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরাইল

আদানির কাছ থেকে মিলছে ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফখরুল মিথ্যাচার করেছেন: তথ্য প্রতিমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট