ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৯, শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে। ভারত বিশ্বকাপ জিতে অভ্যস্ত। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুবার। টি-টোয়েন্টি একবার। আবার ফাইনাল খেলতেও তারা অভ্যস্ত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে।

বিশ্বকাপের ফাইনাল। কে জিতবে শিরোপা? ভারত না দক্ষিণ আফ্রিকা? কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের জবাব পেতে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ মুখোমুখি এই দুই দেশ। এক দেশের জন্য প্রথম ফাইনাল। অন্য দেশের জন্য দ্বিতীয়বার।

দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে। ভারত বিশ্বকাপ জিতে অভ্যস্ত। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুবার। টি-টোয়েন্টি একবার। আবার ফাইনাল খেলতেও তারা অভ্যস্ত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত উঠে আসা ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের কেউই কোনো ম্যাচ হারেনি। অর্থাৎ আজ যে হেরে যাবে, তার জন্য প্রথম হার। আর যে জিতবে, সে অপরাজিত চ্যাম্পিয়ন।

এমন ম্যাচে টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

Share This Article