বল টেম্পারিংয়ের অভিযোগ নিয়ে আমি কী জবাব দেব: রোহিত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩২, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১

ভারত-পাকিস্তানের বৈরিতা শুধু ক্রিকেট মাঠে সীমাবদ্ধ নয়। মাঠের বাইরেও কথার লড়াই চলে দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে।

এই যেমন সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের মতো গুরুতর অভিযোগ করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।

তার সেই অভিযোগের জবাব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন শুনে বিরক্ত হন রোহিত।

বিরক্তি সামলে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এখন আমি এটার কী জবাব দেব ভাই? আপনি এত রোদের মাঝে খেলছেন, এত শুষ্ক উইকেট, বল আপনা-আপনি রিভার্স হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা কিছুটা খুলে রাখাও জরুরি। বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার কোনো দিবারাত্রির ম্যাচ খেলেনি ভারত। গ্রুপপর্ব এবং সুপার এইটের সবগুলো ম্যাচ দিনের আলোতেই খেলেছে তারা। এমনকি গায়ানায় আজ দ্বিতীয় সেমিফাইনালেও তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়।

প্রসঙ্গত, ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে দাবি করেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে রিভার্স সুইং করতে গিয়ে বলের আকৃতি নষ্ট করেছেন আর্শদীপ, ‘আর্শদীপ যখন ১৫তম ওভারে বল করছিল,বল রিভার্স সুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স সুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। ১৫তম ওভারে বল রিভার্স স্যুইং করেছে। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার।’

বিষয়ঃ বিশ্বকাপ

Share This Article