৭ কেজির ঢাই মাছ বিক্রি হলো ২২ হাজার টাকায়

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, সোমবার, ১ জুলাই, ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হযরত মন্ডল নামের এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি ঢাই মাছ। মাছটি ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি নিলামে তোলা হলে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকায় কিনে নেই আমি।

তিনি আরও বলেন, ‘এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামান্য কিছু লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব। পদ্মা নদী ঢাই মাছ খুব সু-স্বাদু, তাই অন্য মাছের তুলনায় দামও বেশি।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article