টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ফারুকির

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৭, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে আফগানিস্তান। অবশ্য দিনটা সুখকর হয়নি আফগানদের। টস জিতে লক্ষ্য দিতে নেমে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় তারা। তবে বল হাতে ইতিহাস গড়েছেন দেশটির পেসার ফজলহক ফারুকি।  টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট এখন তার।

২০২১ আসরে ১৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট দখল করেছিলেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার তাকে টপকে গেলেন ফারুকি। সহজ রান তাড়া করতে ইনিংসের দ্বিতীয় ওভারে ফারুকির কাছে উইকেট দেন কুইন্টিন ডি কক। এতে টুর্নামেন্টে ফারুকির উইকেটসংখ্যা দাঁড়ায় ১৭।  এক আসরে ফারুকির চেয়ে বেশি উইকেট নিতে আর কোনো বোলার।

সেমি থেকে আফগানিস্তান বিদায় নেওয়ায় এখানেই টুর্নামেন্ট শেষ ফারুকির। সেক্ষেত্রে ভারতীয় পেসার আর্শদীপের সামনে সুযোগ রয়েছে ফারুকিকে ছাড়িয়ে যাওয়ার।  চলতি আসরে আর্শদীপের উইকেটসংখ্যা ১৫।

ভারত এখনো সেমিফাইনালে নামেনি। যদি সেমিতে জিতে ফাইনাল খেলতে পারে ভারত, তাহলে দুটি ম্যাচ পাবেন আর্শদীপ।  তবে এখন ফারুকিই এক আসরে শীর্ষ উইকেটশিকারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি যারা:

১) ফজলহক ফারুকি (আফগানিস্তান)- ২০২৪ আসর ১৭ উইকেট
২)ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা)- ২০২১ আসর ১৬ উইকেট
৩) অজন্তা মেন্ডিস (শ্রীলংকা)- ২০১২ আসর ১৫ উইকেট
৪) আর্শদীপ সিং (ভারত)- ২০২৪ আসর ১৫ উইকেট*
৫) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা)- ২০২২ আসর ১৫ উইকেট
৬) রশিদ খান (আফগানিস্তান) - ২০২৪ আসর ১৪ উইকেট

 

Share This Article