সন্তানের সামনেই আহত মাকে পিষে দিল ইসরায়েলি ট্যাংক

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৭, সোমবার, ১ জুলাই, ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

সন্তানরা তাদের মাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনারা তাদের মায়ের ওপর দিয়ে ট্যাংক চালিয়ে নিয়ে যায়।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় একের পর এক নৃশংস ঘটনার জন্ম দিচ্ছে দখলদার দেশ ইসরায়েলের সেনাবাহিনী। উপত্যকাটিতে গণহত্যার পাশাপাশি বর্বরতার সীমা ছাড়িয়েছে তারা।

গাজাতে আহত এক ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেধে নিয়ে গাড়ি চালানোর ঘটনার পর এবার সন্তানের সামনেই আহত এক মায়ের ওপর দিয়ে ইসরায়েলি ট্যাংক চালানোর মত বর্বর ঘটনা ঘটিয়েছে দখলদার বাহিনী।

রোববার এ তথ্য জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষনকারী সংস্থা ইউরো মেড। প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কর্মীরা গাজার এক পরিবারের সাথে ইসরায়েলের এমন বর্বরতার অভিযোগ নথিভুক্ত করেছে।

ইউরোমেড জানায়, গাজার আল-শুজাইয়া শহরে বেশ কয়েকদিন ধরেই অভিযান ও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বৃহস্পতিবার এক বয়স্ক নারীর বাড়িতে বোমা ও গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই বাড়িতে ৬৫ বছর বয়সী সাফিয়া হাসান মুসা আল-জামাল তার চার সন্তান এবং দেড় বছরের নাতনি নিয়ে থাকতেন।

হামলার পর তাদের সবাইকে বোমাবর্ষণের মধ্যেই আহত অবস্থায় বাইরে ইসরায়েলি ট্যাংকের কাছে মানব ঢাল হিসেবে তিন ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। সে সময় রাস্তায় আহত পড়েছিলেন সাফিয়া। এ সময় সন্তানরা তাদের মাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনারা তাদের মায়ের ওপর দিয়ে ট্যাংক চালিয়ে নিয়ে যায়।

Share This Article