ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪ ফাল্গুন ১৪৩০

ফেসবুকে ভূয়া একাউন্ট খুলে প্রতারণা ও হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ঠাকুরগাঁও থেকে আজিম উদ্দীন বিদ্যুৎ (৩৭) নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার ভোরে জেলা শহরের নিশ্চিতপুর থেকে তাকে আটক করা হয়। বিদ্যুৎ নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

আজ দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক।

এসপি উত্তম প্রসাদ জানান, ফেসবুকে একাউন্ট খুলে এবং অজ্ঞাত ভারতীয় নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা করত আজিম খান ওরফে বিদ্যুৎ। তিনি ভূয়া একাউন্টের মাধ্যমে সমাজের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নারীর কণ্ঠে কথা বলতেন। একপর্যায়ে অশ্লীল ভিডিও ধারণ করে সেসব ব্যক্তিদের হুমকি দিয়ে অর্থ আদায় করতো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোরে ঠাকুরগাঁও শহরের নিশ্চিতপুর এলাকা থেকে বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত ভারতীয় সীমকার্ডসহ বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে বিদ্যুৎ তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার টার্গেট ছিল চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা। এসব মানুষের সঙ্গে তিনি নারীর কণ্ঠে ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে কথা বলতেন। কথা বলার সময় তিনি অজ্ঞাত নারীর নগ্ন ভিডিও প্রদর্শণ করতেন এবং ভিডিও কলের রেকর্ড সংগ্রহ করতেন। পরবর্তীতে আপত্তিকর ভিডিও সেসব ব্যক্তিদের মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

ট্রেনের ৩৭টি টিকিটসহ যুবক গ্রেপ্তার

গৃহবধূকে মারধর করা সেই চেয়ারম্যান কারাগারে!

প্রেমের সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা আদায়, অতঃপর...

অবন্তিকার আত্মহত্যা: দ্বীন ইসলাম ও আম্মান রিমান্ডে

সগিরা মোর্শেদ হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন

স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর কারাদণ্ড

চাঁদাবাজির মামলায় তিন ভাইয়ের কারাদণ্ড

ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক