ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫৯, সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২২ মাঘ ১৪৩০

ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলে অপরাধের শাস্তি হয়না বলে আমাদের দেশে বহুকালের যে সংস্কৃতি রয়েছে তার ব্যাতিক্রম এই ঘটনাটি। শুধু তাই নয় গত কয়েক বছর ধরেই বিভিন্ন অপরাধের কারণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের শতশত নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হচ্ছে।

গত ৩ ফেব্রুয়ারি শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধ করে এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র মোস্তাফিজুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

স্বাভাবিকভাবেই ধর্ষন একটি অপরাধ। তার ওপর একটি ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকা একজনের দ্বারা ঘটিত এই অপরাধকে কিছুতেই মেনে নিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্ধীরা। বিশ্ববিবিদ্যালয়ের সাধারণ ছাত্র শিক্ষকরাও এর বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন।

তবে ঘটনার পরদিনই মোস্তাফিজুর রহমানকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় এবং সকল ধরণের কর্মকাণ্ড থেকে অব্যহতি দেয়া হয়। এছাড়া এই ঘটনা জানার পর সাভার মডেল থানা ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

ধর্ষনের অভিযোগে আরো তিন সঙ্গীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই চারজনকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলে অপরাধের শাস্তি হয়না বলে আমাদের দেশে বহুকালের যে সংস্কৃতি রয়েছে তার ব্যাতিক্রম এই ঘটনাটি। শুধু তাই নয় গত কয়েক বছর ধরেই বিভিন্ন অপরাধের কারণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের শতশত নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হচ্ছে।

বিষয়ঃ সরকার

Share This Article


নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

ট্রেনের ৩৭টি টিকিটসহ যুবক গ্রেপ্তার

গৃহবধূকে মারধর করা সেই চেয়ারম্যান কারাগারে!

প্রেমের সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা আদায়, অতঃপর...

অবন্তিকার আত্মহত্যা: দ্বীন ইসলাম ও আম্মান রিমান্ডে

সগিরা মোর্শেদ হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন

স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর কারাদণ্ড

চাঁদাবাজির মামলায় তিন ভাইয়ের কারাদণ্ড

ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক