সমস্যা নেই, রিজার্ভ আছে সাড়ে ৪ মাসের!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১১, রবিবার, ২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

 প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধি এবং রপ্তানি আরেকটু বাড়লেই চাপ মুক্ত হওয়া যাবে।দুটোই বৃদ্ধি পাবে আশা করি। এছাড়া বৈদেশিক যে বিনিয়োগগুলো আসার কথা রয়েছে সেগুলো আসলেও পরিস্থিতি পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবেনা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী  তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গত ১ জুন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে  দেশের রিজার্ভ কমে আসে, তবে প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধি পেলে এবং রপ্তানি আরেকটু বাড়লেই চাপ মুক্ত হওয়া যাবে।দুটোই বৃদ্ধি পাবে আশা করি।এছাড়া বৈদেশিক যে বিনিয়োগগুলো আসার কথা রয়েছে সেগুলো আসলেও পরিস্থিতি পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবেনা বলে জানান প্রতিমন্ত্রী।

দেশে আমদানি রপ্তানির যে গ্যাপ রয়েছে, তা ফুলফিলের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। অনেক দেশ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। ওই বিনিয়োগগুলো চলে আসলে অনেকটা চাপমুক্তভাবে আমদানি রপ্তানি করা যাবে বলেও জানান তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article