বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২০, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের শীর্ষ দেশ ভারত। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা চলতি বছর জানুয়ারিতে ভারতে খরচ করেছে ৯৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই খরচের পরিমাণ ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে এ সময় আরব আমিরাতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহারে খরচ বাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী,  চলতি বছর জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। চলতি বছর জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে খরচ করেছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ কমিয়েছে ৪৭ কোটি ২০ লাখ টাকা।

এ দিকে, চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

ক্রেডিট কার্ডে খরচ পর্যালোচনা করে দেখা গেছে, দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছে ডিপার্টমেন্ট স্টোরে। তারা ডিপার্টমেন্ট স্টোরে জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকা খরচ করেছে। এরপর তারা নগদ টাকা উত্তোলনের মাধ্যমে খরচ করেছে। জানুয়ারিতে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছে। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তাঁরা নগদে তুলেছিলেন।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত বছর নভেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার চলতি বছর জানুয়ারিতে কমেছে। জানুয়ারিতে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে খরচ করেছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ কমেছে ৪০ কোটি টাকা।

Share This Article


তীব্র গরম থেকে জনগণকে স্বস্তি দিতে যেসব উদ্যোগ নিয়েছে ডিএনসিসি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ইচ্ছেকৃত ভুল নাকি অপরিপক্কতা?

নেপাল থেকে জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

ভুটানকে বিবিআইএনএ-তে চায় বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ব্রাজিলের ভিসা

স্যাটেলাইট ব্যবহারে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-মরিশাসের আলোচনা

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয়: পাক প্রধানমন্ত্রী

সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল: ইসি রাশেদা

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

আরও ১৪ পণ্য পেল জিআই সনদ

এনডিএমএ গঠন : ত্রাণ মন্ত্রণালয়ের সাহসী পদক্ষেপ