সাজা থেকে বাঁচতে কোটি কোটি টাকা ছাড়তে হচ্ছে ড. ইউনূসকে!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২৭ ফাল্গুন ১৪৩০
  • গত বছরের ২৫ জুলাই আদালতের নির্দেশে কোষাগারে 'বকেয়া দানকর' বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন ইউনূস। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি।
  • ২০১১ থেকে ২০১৩ অর্থবছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা ১০ মার্চ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তিনি। আপিল করার আইনি সুবিধা পেতে পল্লবীর রূপালী ব্যাংক শাখায় এ টাকা জমা দেন ইউনুস।

ফান্ডে টাকা নেই দাবি করে কর অব্যাহতি চেয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য আইনের আশ্রয়ও নেন। তবে আদালতের নির্দেশে সরকারি কোষাগারে এখন কোটি কোটি টাকা জমা দিচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছে ড. ইউনূস এতো টাকা কোথায় রেখেছিলেন?

তথ্য মতে, শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ এবং সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করাসহ এমন গুরুতর নানান অভিযোগে দেশব্যাপী ১৬৮ মামলা হয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। শ্রম আইনলঙ্ঘন, অর্থআত্মসাতের দুটি মামলা ব্যতীত বাকিসবগুলোই আয়কর ও দানকর ফাঁকি সম্পর্কিত।

গত বছরের ২৫ জুলাই সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে 'বকেয়া দানকর' বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন নোবেলজয়ী ইউনূস। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি।

২০১১ থেকে ২০১৩ অর্থবছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা ১০ মার্চ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তিনি।  আপিল করার আইনি সুবিধা পেতে ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্ট রাজধানীর পল্লবীর রূপালী ব্যাংক শাখায় এ টাকা জমা দেয়।

এছাড়া গত ৭ মার্চ ৭টি আয়কর রেফারেন্স মামলায় ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠানটিকে ছয়টি অর্থ বছরের জন্য এ আয়কর পরিশোধ করতে হবে।

এছাড়া ১৯৯৬ সালের মাঝামাঝি সময়ে গ্রামীণ ব্যাংক থেকে নতুন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে ১০০ মিলিয়ন ডলার সরানোর অভিযোগ উঠেছিল। টাকা ফেরত চেয়ে সে সময় দাতা দেশগুলো ইউনূসকে চাপ দেয়। চাপের মুখে অধ্যাপক ৩০ মিলিয়ন ডলার গ্রামীণ ব্যাংকে স্থানান্তর করেন।

তখন ইউনূস বিষয়টি স্বীকার করে বলেছিলেন, ভবিষ্যতে কর না দিতেই টাকাগুলো গ্রামীণ কল্যাণে স্থানান্তর করেছিলেন তিনি।কিন্তু শেষ বিচারে এসে আইনি ফাঁক গলে বের হতে না পেরে, এখন একে একে কর পরিশোধ করতে হচ্ছে তাকে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতে বাংলাদেশের ল’ ফার্ম নিয়োগ

মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেত মিল্টন: ডিবি প্রধান

মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আল -ফাইল ছবি

এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন, রোববার থেকে কার্যকর

মামুনুল হক কারামুক্ত

মামুনুল হক কখন মুক্তি পাচ্ছেন, জানাল কারা কর্তৃপক্ষ

নিজের পক্ষে সাফাই গেয়ে যা বললেন নোবেল বিজয়ী ড. ইউনুস

অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস

মিল্টন সমাদ্দারকে যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি, জানালেন হারুন

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

দুই সিটিতে ফুটপাত বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা চান হাইকোর্ট