সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১৪, বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২২ ফাল্গুন ১৪৩০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ৯ প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে।

 আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সুপ্রিম কোর্ট এলাকায় এমন চিত্র দেখা যায়।

মাজার গেটের সামনে ও বাইরে অনেক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্টের ভেতরে মাজার পার করেই পুলিশ ফাঁড়ির সামনে রয়েছে অনেক পুলিশ। সেখানে পুলিশের নারী সদস্যদেরকেও দেখা গেছে। সুপ্রিম কোর্টের বার কাউন্সিল গেটসহ সব গেট দিয়ে প্রবেশের সময় পরিচয়পত্র দেখে আদালতের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনে ৩ হাজার ২৬১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের ভোটগ্রহণ শুরু হয়। দুই দিনব্যাপী ভোটগ্রহণের শেষ দিন আজ। সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা ২০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। আজও একইভাবে ভোটগ্রহণ চলবে।

Share This Article


টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতে বাংলাদেশের ল’ ফার্ম নিয়োগ

মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেত মিল্টন: ডিবি প্রধান

মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আল -ফাইল ছবি

এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন, রোববার থেকে কার্যকর

মামুনুল হক কারামুক্ত

মামুনুল হক কখন মুক্তি পাচ্ছেন, জানাল কারা কর্তৃপক্ষ

নিজের পক্ষে সাফাই গেয়ে যা বললেন নোবেল বিজয়ী ড. ইউনুস

অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস

মিল্টন সমাদ্দারকে যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি, জানালেন হারুন

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

দুই সিটিতে ফুটপাত বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা চান হাইকোর্ট