সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৮, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০ ফাল্গুন ১৪৩০

সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকলেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। বুধবার (২১ ফেব্রুয়ারি) জেনেভাস্থ প্রধান কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে যথাযথ মর্যাদায় দিবসটি পাপন করা হয়। 

সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকলেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর আলোচনা সভায় বায়ান্নর ভাষা আন্দোলন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরিচরন সসীম, সমাজ কল্যাণ সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ আইয়ান, তারেক আল মাহমুদ প্রমুখ। 

এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব খাদেম। ভাষা আন্দোলনের সকল শহীদ সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ সম্ভ্রম হারা মা বোন, দেশ-জাতি-ভাষার জন্য জানা-অজানা যারা আত্মত্যাগ করেছেন ও শহীদ হয়েছেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী নেতা মোমেন খান পারভেজ, মাহবুব ভুইয়া পলাশ, ফুয়াদ হাসান, মোহাম্মদ আজগর প্রমুখ।

Share This Article


মিল্টনের কেয়ার থেকে উদ্ধার সেলিম, পেটে অস্ত্রোপচারের দাগ!

১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী

ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ: ইসি রাশেদা

মোহাম্মদপুরে চলছে আওয়ামী লীগের সমাবেশ, নেতাকর্মীদের ঢল

হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন: অর্থমন্ত্রী

হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

বাংলাদেশের জলসীমানায় এমভি আবদুল্লাহ

হাওর এলাকায় মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

বিশ্বে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশ অষ্টম, অভিবাসী পাঠানোয় ষষ্ঠ

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যান্সারের উপাদান

আমেরিকা ‘নির্দয়ভাবে’ ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদে বাধা দিচ্ছে: চীন