বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শেলী সম্পাদক সাইমুন
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪২, শুক্রবার, ১৩ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ

সোনালী আক্তার শেলী ও হাবীবা আক্তার সাইমুন
ক্যাম্পাস প্রতিবেদক
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সোনালী আক্তার শেলী ও সাধারণ সম্পাদক হিসেবে হাবীবা আক্তার সাইমুনের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আখিনুর আক্তার অনু, রিমা আফরিন, মারুফা আক্তার শ্রাবণী, মোছা. খাদিজা ইসলামের নাম ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বিষয়ঃ
ছাত্রলীগ