সব সংশয় দূর করে নৌকা মার্কায় ভোট দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান ভোট দেবেন কি না এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল সংশয়। সেই সংশয় দূর করলেন শেষ বেলায়, মানে শেষ মুহূর্তে কেন্দ্রে এসে। শামীম ওসমান দুপুর সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
ভোট দিয়ে শামীম ওসমান বলেন, আমি নৌকায় ভোট দিয়েছি, যেন নৌকা জয়যুক্ত হয়।
ভোট দেওয়ার সময় টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমের শত ক্যামেরা ঘিরে ধরে ধরে। একটা সময় ধীর গতিতে এগোতে হচ্ছিল শামীম ওসমানকে, কেননা ক্যামেরা ঘিরেই রেখেছিল তাঁকে। কেন্দ্রের মধ্যে ক্যামেরা ঢুকে পড়ে। আঙুল ম্যাচ করার পূর্ব পর্যন্ত টেলিভিশন, মোবাইল ও বিভিন্ন মাধ্যমের প্রায় এক শত ক্যামেরা ঘিরে রাখে।
আঙ্গুল ম্যাচ করার পর ক্যামেরাম্যানদের সরে যেতে বলা হয়। একটি কাপড় ঘেরা ঘরে শামীম ওসমান একা ভোট দেন। ভোট দিয়ে তিনি যখন বেরিয়ে আসেন তখন ঘড়িতে বাজে ৩ টা ৪২।
সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী থেকে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে আসবেন শামীম ওসমান। অবশেষে তিনি এলেন আর ভোট দিলেন।
এরইমধ্যে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ। শুরু হচ্ছে ভোট গণনা। সকাল ৮ টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবারের নাসিক নির্বাচন। সকালে ধীরগতিতে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।