বিল গেটস এর অনুদান পায় বাংলাদেশের যেসব সংস্থা

বাংলাদেশের গরিব জনগোষ্ঠির জন্য ২০ বছরে ১৯ কোটি ডলার দিয়েছেন বিল গেটস!
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনবকুবের বিল গেটসে এর সম্পদের পরিমান প্রায় ১৪ হাজার কোটি ডলার। তাদের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে এই সম্পদের একটি অংশ ব্যয় করেন আফ্রিকা ও এশিয়ার খাদ্য, পুষ্টি ও শিক্ষাহীন শিশুদের জন্য।
বাংলাদেশের দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নারীর উন্নয়নে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গত ২০ বছরে বাংলাদেশে ১৯ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছে। গত দুই দশকে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাত ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে এসব অনুদান।
তাদের অর্থায়ন পাওয়া সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ব্র্যাক।
২০০০ সালে বাংলাদেশে ৩০ লাখ ডলারের পরিবার পরিকল্পনা ও শিশুদের সঠিক পুষ্টি প্রাক্তির একটি প্রকল্পে প্রথম অর্থায়ন করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
এরপর গত এক দশকে বাংলাদেশে ফাউন্ডেশনটির কৌশলে অনেক পরিবর্তন হয়েছে। শুরুতে মনোনিবেশ ছিল জনস্বাস্থ্যকেন্দ্রিক। তখন পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে ফাউন্ডেশন। এখন গবেষণা, নারীকেন্দ্রিক আর্থিক অন্তর্ভুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
বর্তমানে ব্র্যাকের সঙ্গে কমিউনিটি ল্যাট্রিন স্থাপনে ২৪৮টি উপজেলায় কাজ করছে সংস্থাটি।
দারিদ্র্য বিমোচনই ছিল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। গেটস দম্পতি ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিজেদের সম্পদ থেকে ৩ হাজার ৬০০ কোটি ডলার দান করেছেন। ২০১৮ সালে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছিলেন। চলমান করোনা মহামারীতে স্বাস্থ্য খাতেও বিল গেটস ইতিহহাসের সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন।