নিজের উৎপাদিত সবজি নিজেই বাজারে বেচেন অধ্যাপক সিদ্দিক
প্রকাশিতঃ দুপুর ১২:১২, শনিবার, ১৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ

ময়মনসিংহের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাম ড. আবু বকর সিদ্দিক। অধ্যপনার পাশপাশি তিনি কৃষি কাজ করেন এবং নিজের উৎপাদিতকৃষিপণ্য গ্রামীণ হাটবাজারে বসে বিক্রি করেন।
কথিতশিক্ষিতদের ভীড় ছেড়ে গ্রামেই নিয়মিত বসবাসে অভ্যস্ত হয়েছেন। দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ এবং পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেকৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
উনিআমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে 'কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ ' নামের একটি কৃষি খামারের উদ্যোক্তা। মূলত, বিদেশী ফল ড্রাগনকে বাণিজ্যিকভাবেউৎপাদনের জন্য বেশ পরিচিতি পেয়েছে।
তাঁরএ প্রচেষ্টা দেশেরতরুণদের কৃষিকাজে উৎসাহিত করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিষয়ঃ