Templates by BIGtheme NET
২৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ৮ মে, ২০২১ খ্রিস্টাব্দ , ২৫ রমজান, ১৪৪২ হিজরি
Home » বিজ্ঞান- প্রযুক্তি » ‘সেলফ টেস্ট কিট’ : যে কিটে ঘরে বসেই হবে এইচআইভি পরীক্ষা

‘সেলফ টেস্ট কিট’ : যে কিটে ঘরে বসেই হবে এইচআইভি পরীক্ষা

প্রকাশের সময়: এপ্রিল ১১, ২০২১, ২:১৪ অপরাহ্ণ

দেশে শুরু হয়েছে এইচআইভি এইডসের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌`সেলফ টেস্ট কিট’ ব্যবস্থা। যেখানে প্রেগনেন্সির মতো যে কেউ ঘরে বসেই এইচআইভির পরীক্ষা করতে পারবেন।

এটি এক ধরনের এন্টিবডি পরীক্ষা। যা রক্ত বা মুখের লালা দিয়ে করা সম্ভব।

বর্তমানে দেশে ২৩টি অগ্রাধিকার জেলার হাসপাতালে এইচআইভির পরীক্ষা বিনা মূল্যে করা হয়। সেখানে রক্তের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়। এতে সময়ও লাগে প্রচুর।

টেস্টকিটে নমুনা দেওয়ার ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, গোপন রোগ হওয়ায় বেশিরভাগ মানুষ হাসপাতালে গিয়ে এইচআইভি পরীক্ষা স্বেচ্ছায় করতে আগ্রহী হয় না। এ ক্ষেত্রে ‘সেলফ টেস্ট কিট’ হতে পারে একটি গুরুত্বপূর্ণ পন্থা।

এই টেস্ট কিটের অন্যতম সুবিধা হলো এটি নির্ভুল এবং স্বল্প সময়ে ফলাফল নির্ণয়ে সহায়ক।

কিটের সংবেদনশীলতা ৯২ শতাংশ। শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশের ৬ সপ্তাহ পর এ টেস্টের মাধ্যমে ভাইরাস নির্ণয় করা যায়।

এখানে ব্যবহারকারীর আস্থা তৈরি হয় এবং কুসংস্কার বা বৈষম্যের আশঙ্কা থাকে না। গোপনীয়তা রক্ষা করা যায়, মূল্যও কম।

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা বাড়ছে। এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

10 − 3 =