ফুটবলারের ওপর অ্যাসিড হামলা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৬, বুধবার, ৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া জাতীয় দলের দুই ফুটবলার তিন দিনের ব্যবধানে আক্রমণের শিকার হলেন। এবার ফয়সাল হালিম নামের এক ফুটবলারের উপর অ্যাসিড হামলা হয়েছে।

 জানা যায়, শপিং মলে কেনাকাটার সময় তার উপর হামলা হয়। এতে শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে।

এর আগে হালিমের আরেক সতীর্থকে মারধর করা হয়েছিল। এই দুই ঘটনায় নড়েচড়ে বসেছে মালয়েশিয়ার ফুটবল সংস্থা।

হালিমের ওপর অ্যাসিড ছোড়ার ঘটনায় দেশটি ফুটবল সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মলে এই হামলা হয়েছে। তাতে গলা, কাঁধ ও হাতের অনেকটা পুড়ে গেছে। আপাতত তাকে হাসপাতালে ভর্তি।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান হোসেন ওমর খান জানিয়েছেন, ফয়সালের ওপর হামলা চালানোর অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন তিনি হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এই ঘটনার তিন দিন আগে মালয়েশিয়ার জাতীয় দলের আরেক ফুটবলার আখিয়ার রশিদের ওপর হামলা হয়েছিল। তার বাড়ির বাইরে কয়েক জন তাকে মারধর করে। রশিদের মাথা ও পায়ে আঘাত লাগে। তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে।

Share This Article