Templates by BIGtheme NET
৪ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ১৭ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ , ৪ রমজান, ১৪৪২ হিজরি
Home » আন্তর্জাতিক » মৃত্যুর সব রেকর্ড ভাঙলো ব্রাজিল

মৃত্যুর সব রেকর্ড ভাঙলো ব্রাজিল

প্রকাশের সময়: এপ্রিল ৭, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাসে ব্রাজিল গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। যা দেশটিতে আগের সব রেকর্ড ভেঙেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর স্যংখা দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৭ হাজার, যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন শহরে হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতেই অনেক রোগীর মৃত্যু হয়েছে। বেশ কিছু এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক রাজ্যেই অক্সিজেন সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।

এদিকে এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। তার দাবি ভাইরাসের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

4 + six =