আজ ঘোষণা হয়ে গেছে চতুর্দশ আইপিএলের সময়সূচি। প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে। ফাইনাল ৩০ মে। কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, নয়াদিল্লি ও বেঙ্গালুরু, এই ৬টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বিকেল ৪টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৮টায়। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। দুজনেরই পূর্বের দল পরিবর্তিত হয়েছে।
বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে নিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আর মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিচের সময়সূচি থেকে আলাদা করে ফেলুন সাকিব-মুস্তাফিজের ম্যাচগুলো। যদিও তারা কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন তা দেখার বিষয়।
২০২১ আইপিএল সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৯-এপ্রিল-২১ | মুম্বাই ইন্ডিয়ানস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই | রাত ৮টা |
১০-এপ্রিল-২১ | চেন্নাই সুপার কিংস– দিল্লি ক্যাপিটালস | মুম্বাই | রাত ৮টা |
১১-এপ্রিল-২১ | সানরাইজার্স হায়দরাবাদ– কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই | রাত ৮টা |
১২-এপ্রিল-২১ | রাজস্থান রয়্যালস– পাঞ্জাব কিংস | মুম্বাই | রাত ৮টা |
১৩-এপ্রিল-২১ | কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | রাত ৮টা |
১৪-এপ্রিল-২১ | সানরাইজার্স হায়দরাবাদ –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই | রাত ৮টা |
১৫-এপ্রিল-২১ | রাজস্থান রয়্যালস– দিল্লি ক্যাপিটালস | মুম্বাই | রাত ৮টা |
১৬-এপ্রিল-২১ | পাঞ্জাব কিংস– চেন্নাই সুপার কিংস | মুম্বাই | রাত ৮টা |
১৭-এপ্রিল-২১ | মুম্বাই ইন্ডিয়ানস –সানরাইজার্স হায়দরাবাদ | চেন্নাই | রাত ৮টা |
১৮-এপ্রিল-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই | বিকেল ৪টা |
১৮-এপ্রিল-২১ | দিল্লি ক্যাপিটালস –পাঞ্জাব কিংস | মুম্বাই | রাত ৮টা |
১৯-এপ্রিল-২১ | চেন্নাই সুপার কিংস –রাজস্থান রয়্যালস | মুম্বাই | রাত ৮টা |
২০-এপ্রিল-২১ | দিল্লি ক্যাপিটালস– মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | রাত ৮টা |
২১-এপ্রিল-২১ | পাঞ্জাব কিংস– সানরাইজার্স হায়দরাবাদ | চেন্নাই | বিকেল ৪টা |
২১-এপ্রিল-২১ | কলকাতা নাইট রাইডার্স– চেন্নাই সুপার কিংস | মুম্বাই | রাত ৮টা |
২২-এপ্রিল-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –রাজস্থান রয়্যালস | মুম্বাই | রাত ৮টা |
২৩-এপ্রিল-২১ | পাঞ্জাব কিংস– মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | রাত ৮টা |
২৪-এপ্রিল-২১ | রাজস্থান রয়্যালস– কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই | রাত ৮টা |
২৫-এপ্রিল-২১ | চেন্নাই সুপার কিংস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | মুম্বাই | বিকেল ৪টা |
২৫-এপ্রিল-২১ | সানরাইজার্স হায়দরাবাদ– দিল্লি ক্যাপিটালস | চেন্নাই | রাত ৮টা |
২৬-এপ্রিল-২১ | পাঞ্জাব কিংস– কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ | রাত ৮টা |
২৭-এপ্রিল-২১ | দিল্লি ক্যাপিটালস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ | রাত ৮টা |
২৮-এপ্রিল-২১ | চেন্নাই সুপার কিংস –সানরাইজার্স হায়দরাবাদ | দিল্লি | রাত ৮টা |
২৯-এপ্রিল-২১ | মুম্বাই ইন্ডিয়ানস– রাজস্থান রয়্যালস | দিল্লি | বিকেল ৪টা |
২৯-এপ্রিল-২১ | দিল্লি ক্যাপিটালস– কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ | রাত ৮টা |
৩০-এপ্রিল-২১ | পাঞ্জাব কিংস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ | রাত ৮টা |
১-মে-২১ | মুম্বাই ইন্ডিয়ানস –চেন্নাই সুপার কিংস | দিল্লি | রাত ৮টা |
২-মে-২১ | রাজস্থান রয়্যালস –সানরাইজার্স হায়দরাবাদ | দিল্লি | বিকেল ৪টা |
২-মে-২১ | পাঞ্জাব কিংস– দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ | রাত ৮টা |
৩-মে-২১ | কলকাতা নাইট রাইডার্স –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ | রাত ৮টা |
৪-মে-২১ | সানরাইজার্স হায়দরাবাদ –মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লি | রাত ৮টা |
৫-মে-২১ | রাজস্থান রয়্যালস– চেন্নাই সুপার কিংস | দিল্লি | রাত ৮টা |
৬-মে-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স –বেঙ্গালুরু পাঞ্জাব কিংস | আহমেদাবাদ | রাত ৮টা |
৭-মে-২১ | সানরাইজার্স হায়দরাবাদ– চেন্নাই সুপার কিংস | দিল্লি | রাত ৮টা |
৮-মে-২১ | কলকাতা নাইট রাইডার্স –দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ | বিকেল ৪টা |
৮-মে-২১ | রাজস্থান রয়্যালস –মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লি | রাত ৮টা |
৯-মে-২১ | চেন্নাই সুপার কিংস –পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | বিকেল ৪টা |
৯-মে-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা | রাত ৮টা |
১০-মে-২১ | মুম্বাই ইন্ডিয়ানস –কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | রাত ৮টা |
১১-মে-২১ | দিল্লি ক্যাপিটালস –রাজস্থান রয়্যালস | কলকাতা | রাত ৮টা |
১২-মে-২১ | চেন্নাই সুপার কিংস– কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | রাত ৮টা |
১৩-মে-২১ | মুম্বাই ইন্ডিয়ানস– পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | বিকেল ৪টা |
১৩-মে-২১ | সানরাইজার্স হায়দরাবাদ– রাজস্থান রয়্যালস | কলকাতা | রাত ৮টা |
১৪-মে-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– দিল্লি ক্যাপিটালস | কলকাতা | রাত ৮টা |
১৫-মে-২১ | কলকাতা নাইট রাইডার্স- পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | রাত ৮টা |
১৬-মে-২১ | রাজস্থান রয়্যালস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | কলকাতা | বিকেল ৪টা |
১৬-মে-২১ | চেন্নাই সুপার কিংস– মুম্বাই ইন্ডিয়ানস | বেঙ্গালুরু | রাত ৮টা |
১৭-মে-২১ | দিল্লি ক্যাপিটালস –সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা | রাত ৮টা |
১৮-মে-২১ | কলকাতা নাইট রাইডার্স –রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু | রাত ৮টা |
১৯-মে-২১ | সানরাইজার্স হায়দরাবাদ– পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | রাত ৮টা |
২০-মে-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– মুম্বাই ইন্ডিয়ানস | কলকাতা | রাত ৮টা |
২১-মে-২১ | কলকাতা নাইট রাইডার্স– সানরাইজার্স হায়দরাবাদ | বেঙ্গালুরু | বিকেল ৪টা |
২১-মে-২১ | দিল্লি ক্যাপিটালস –চেন্নাই সুপার কিংস | কলকাতা | রাত ৮টা |
২২-মে-২১ | পাঞ্জাব কিংস– রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু | রাত ৮টা |
২৩-মে-২১ | মুম্বাই ইন্ডিয়ানস– দিল্লি ক্যাপিটালস | কলকাতা | বিকেল ৪টা |
২৩-মে-২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –চেন্নাই সুপার কিংস | কলকাতা | রাত ৮টা |
২৫-মে-২১ | কোয়ালিফায়ার ১ | আহমেদাবাদ | রাত ৮টা |
২৬-মে-২১ | এলিমিনেটর | আহমেদাবাদ | রাত ৮টা |
২৮-মে-২১ | কোয়ালিফায়ার | আহমেদাবাদ | রাত ৮টা |
৩০-মে-২১ | ফাইনাল | রাত ৮টা |