সৌদি আরবের মদিনা স্বাস্থ্যসম্মত শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছে।
বলা হচ্ছে, স্বাস্থ্যকর শহর হওয়ার সব মানদণ্ড অর্জন করার কারণে শহরটিকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
এই খবর প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে, কি করলে ঢাকাও বিশ্বের দরকারে স্বাস্থ্যসম্মত শহরের স্বীকৃতি পাবে?
নগর পরিকল্পনাবিদরা বলছেন, মাত্র ৫টি সমস্যা সমাধানে ঢাকাও হতে পারে স্বাস্থ্যসম্মত শহর।
১. বায়ু দূষণ:
ধূলাবালি, ধোঁয়া ইত্যাদির কারণে ঢাকার বাতাসকে অত্যন্ত দূষিত বলে ধরা হয়। যার থেকে ঢাকাকে পরিত্রাণ দিতে হবে।
২. পানি দূষণ:
রাজধানী চারদিকের যে পানির উৎস রয়েছে সেগুলো একদিকে যেমন দূষিত অন্যদিকে এই জলাশয়গুলো নানা ধরণের রোগ-বালাই ছড়িয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণ করতে দরকার সুষ্ঠ কর্মপরিকল্পনা।
৩. বর্জ্য ব্যবস্থাপনা:
ঢাকায় যারা বর্জ্য ব্যবস্থাপনা করেন তাদের যেমন স্বাস্থ্য সুরক্ষার কোন ব্যবস্থা নেই, ঠিক তেমনি বর্জ্য ব্যবস্থাপনা করা হয় যত্রতত্র। এটি দুর করতে সিটি করপোরেশনকে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার।
৪. সবুজ পরিবেশ:
মানুষের শারীরিক বিভিন্ন কর্মকাণ্ড যেমন ব্যায়াম বা হাঁটার জন্য সবুজ পরিবেশ যেমন পার্ক, ফুটপাত থাকার নিয়ম থাকলেও ঢাকায় এর ব্যবস্থা খুবই কম। সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে তা বৃদ্ধি করতে হবে।
৫. শব্দ দূষণ:
বাংলাদেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নানা ধরণের নীতিমালা থাকলেও সেগুলোর প্রয়োগ নেই। যেই নীতিমালাগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করলেই শব্দ দূষণ বন্ধ করা সম্ভব।