মোহাম্মাদ এনামুল হক এনা: ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসার পর সেটি সংরক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
দেশে আসার পর এসব টিকা কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি), মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান কার্যালয় এবং তেজগাঁওয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির নিজস্ব সংরক্ষণাগারে রাখা হবে।
এসব টিকা সংরক্ষণে ‘ওয়াক ইন কুল’ (ছোট ঘরের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ) আছে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৯টিতে।
অনেক বেশি টিকা আসার আগে এসব জেলায় ওয়াক ইন কুল তৈরির কাজ চলমান রয়েছে।
একইসঙ্গে এসব জেলায় আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) রয়েছে।
এছাড়া দেশের ৪৮৩টি ইপিআই সেন্টারে এই আইএলআর রয়েছে, সেখানেও টিকা রাখা হবে।
ইতোমধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণের জন্য দেশের সব জেলা ও সিটি করপোরেশনের ইপিআই স্টোরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ জানুয়ারি এ পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।