বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। এমন পরিকল্পনা নিয়ে সাইবার নিরাপত্তায় সক্ষমতা অর্জনের পথে অগ্রসর হচ্ছে সরকার। যার ধারাবাহিকতায় সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মাধ্যমে তৈরি হবে ১ হাজার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ।
যারা দেশের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণেও অবদান রাখবেন। এছাড়া জাতিসংঘ মিশনে অবদান রাখার মতো করে তৈরি করা হবে সাইবার বিশেষজ্ঞ। এর মাধ্যমে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থানও।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ১২ বছরে ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ। দেশে এখন আর শুধু সেবা প্রদান, ইন্টারনেট সংযোগ, ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। তরুণ প্রজন্ম এখন সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তৈরি হচ্ছে। সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব গঠনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ সাইবার নিরাপত্তায় সক্ষমতার প্রমাণ দিয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে আট ধাপ উন্নতি করেছে, যা ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নেরও রোল মডেল।