প্রত্যাবাসনের উদ্দেশে নতুন করে দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। ফলে এ পর্যন্ত মোট ছয় দফায় আট লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করলো ঢাকা। তবে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই তালিকা দ্রুত যাচাই-বাছাইয়ের জন্য তাগিদ দেওয়া হলেও তারা সেটা করছে না।
ঢাকার পাঠানো তালিকার মধ্যে এ পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই করেছে মিয়ানমার। তবে তাদের মধ্যে ৩৫০ জন সন্ত্রাসী আছে বলে জানায় মিয়ানমার। ফলে এ নিয়ে আবার দীর্ঘসুত্রিতার আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে, মিয়ানমারের গড়িমসি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োজন। আর এর জন্য সব দেশকে এক যোগে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারে ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে। এবং তাদের প্রত্যাবাসনের জন্য দুই দেশের মধ্যে চুক্তি হলেও এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার।