Templates by BIGtheme NET
১১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ২৫ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ১১ জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
Home » বিনোদন » প্রকাশ্যে এল বিরাট-অনুষ্কার মেয়ের প্রথম ছবি

প্রকাশ্যে এল বিরাট-অনুষ্কার মেয়ের প্রথম ছবি

প্রকাশের সময়: জানুয়ারি ১২, ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই সুখবর। বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সোমবার দুপুরে মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনেই ভালো আছে, জানান বিরাট।

এরপর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে স্যোশাল মিডিযায়। তারকা, ক্রিকেটার থেকে আমজনতা সবাই বিরাট-আনুশকার ঘরে লক্ষ্মীর আগমনে উচ্ছ্বসিত।

এদিকে সদ্যোজাত ভাতিজির প্রথম ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি। তবে ভিডিওটিতে মাত্র একটিই ছবি শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট-আনুশকার মেয়ের পা জোড়া শুধু দেখা যাচ্ছে।

ছবিতে স্বাগত লিখে ক্যাপশনে বিকাশ লেখেন, তিনি কতটা আপ্লুত বাড়িতে দেবশিশু আসায়। ছোটবেলায় ক্রিকেট খেলার অভ্যাস ছিল বিকাশের। কিন্তু অল্প সময়েই বুঝে গিয়েছিলেন তার প্রতিভা সীমিত। সেই কারণেই ব্যবসায় মন দেন তিনি। তবে বিরাটের মতোই তিনি ফিটনেস ফ্রিক এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাই ভাতিজির প্রথম ভিডিও তিনিই শেয়ার করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

12 + 8 =