নিউজ ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, এমন একটা সময় আসবে যখন দেশে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। সব সরকারি করা হবে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতো। আমাদের চারবারের মেয়াদে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি।
তিনি আরো বলেন, এই সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে। দেশের মানুষ বিশ্বাস করে- শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না। বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। এতে স্বাশিপের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।