সারা বিশ্বে পালন করা হলো ইংরেজি নববর্ষ ২০২১। বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও এবার ইংরেজি নববর্ষ উদযাপন হয়েছে খুব স্বল্পপরিসরে।
কিন্তু তাতেই দেশটির রাজধানী রোমে ঘটে গেছে অন্য রকম বিপর্যয়।
থার্টিফার্স্ট নাইটের আতশবাজিতে মারা পড়েছে শতশত পাখি।
১লা জানুয়ারি রোমের প্রধান রেলস্টেশনে নতুন বছরের প্রথম সকালে কয়েকশ’ স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও আহত হয়ে পড়ে ছিল আরও অনেক পাখি।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস (ওআইপিএ) জানিয়েছে, উচ্চশব্দের পটকা ফোটানো ও আতশবাজি পাখিদের এই মৃত্যুর জন্য দায়ী।
যদিও করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল। তবুও ঠেকানো যায়নি এ বিপর্যয়
শুধু পাখি নয়, প্রতি বছর আতশবাজির কারণে পোষা ও বন্যপ্রাণীদের আহত কিংবা মৃত্যুবরণ করছে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।