নিজস্ব প্রতিবেদক : বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি (বক্ষ নং-৬৮৭) রিক্রুট হাসিনা আক্তার বিথিকে শ্রেষ্ঠ ফায়ারার হওয়ায়।
৫ ডিসেম্বর গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯৫তম রিক্রুট নবীনদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা যে ভালো ফায়ারার হতে পারে সেটি প্রমাণিত হলো। আবার নামটাও আমার নামেই। কাজেই আমার অনেক আনন্দ হচ্ছে ।
অবশ্য কথাগুলো বলার সময় প্রধানমন্ত্রী বেশ উৎফুল্ল ছিলেন।