বিনোদন ডেস্ক :
নামিদামি কোম্পানিতে উচ্চপদে চাকরি করেও সন্তষ্ট নন সজল। কারণ গাড়ি, বাড়ি, টাকা-পয়সা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি নেই। যেই কোম্পানিতে সজল চাকরি করেন সেই কোম্পানির মেয়ের সঙ্গে তার প্রেম। একটা সময় তিনি বুঝতে পারেন যে স্টারডম, ধন সম্পত্তি চাইলেই করা যায়। কিন্তু মনের অনেক ইচ্ছে অনেক সময় চাইলেও পূরণ করা যায় না।
যেমন তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো লেখক হওয়ার। তিনি পারেননি। একটা সময় সবকিছু ছেড়ে দিয়ে লেখক হওয়ার ইচ্ছেটাকে পূর্ণতা দিতে চেষ্টা করেন তিনি। তাতেই অবাক তার প্রেমিকা ও পরিবার। তাই এই সমাজে এক হাজারটা অর্ধেক আপেলের পরিমাণ বেশি। কিন্তু আস্ত একটা আপেলের সংখ্যা খুব কম।
নির্মাতা মামুন নাটক প্রসঙ্গে বলেন, ‘আমি ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। যার কারণে দেশ, পরিবার আর সমাজের গল্পে নতুন এই কাজটি করলাম। মানুষ অনেকাংশেই তার ইচ্ছের পূর্ণতার কাছে বন্দি। অনেক সময় চাইলেও সমাজের কারণে নিজেদের ইচ্ছাগুলো মাটিচাপা দিয়ে দিতে হয়। সেরকমই গল্পে আমার এই নাটকটি।’
সজল বলেন, ‘নাটকের গল্পটি চমৎকার। নামের সাথে যথার্থই এক কাজটি। মানুষ তার ইচ্ছের কাছের বন্দি-এমনই এক অসাধারণ গল্পে কাজটি করেছি। আমার সাথে রয়েছেন মিম। দর্শকরা এই কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন। আশা করি সবার ভালো লাগবে।’
সরকার মিডিয়া প্রযোজিত এই নাটকটি আগামী ১৭ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানান নির্মাতা।