বহুল প্রতিক্ষিত পদ্মাসেতু যাদের ভিটে মাটিতে নির্মিত হচ্ছে তাদের শুধু পুনর্বাসনই নয়, জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করছে কর্তৃপক্ষ।
তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়তি আয়ের জন্য সেতুর টোল থেকে একটি অংশ বরাদ্দ রাখা হবে।
আর প্রকল্প এলাকায় ভূমি ছিলো না, কিন্তু বাস করতো এমন ৮৩৫টি পরিবারকে নতুন করে জমি বরাদ্দ দেয়া হবে।
ইতোমধ্যে তাদের জন্য বরাদ্দকৃত জমির দলিল বুঝিয়ে দেয়ার কাজও শুরু হয়েছে।
সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, নদী শাসনের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, এমন ২ হাজার ৬৩৫টি ভূমিহীন পরিবারকে ঠাঁই দেয়া হয়েছে ৪টি পুনর্বাসন কেন্দ্রে। দেয়া হয়েছে নগদ টাকাও।
প্রকল্প এলাকার শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। আছে মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, পানির পাম্প, সার্বক্ষণিক বিদ্যুৎ, সুপ্রশস্ত সড়কসহ নানা সুবিধা।
এছাড়াও এখানকার মানুষদের পদ্মা সেতুতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাদের গাড়ি চালনা প্রশিক্ষণ দিতে বিআরটিসির সাথে একটি চুক্তি হয়েছে। ভবিষ্যতে সেতুর লাভ থেকে একটি অংশ তাদের জন্য ব্যয় করা হবে।