Templates by BIGtheme NET
৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ৩ জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
Home » বিনোদন » করোনায় আক্রান্ত বরুণ ধাওয়ান, নীতু কাপুর

করোনায় আক্রান্ত বরুণ ধাওয়ান, নীতু কাপুর

প্রকাশের সময়: ডিসেম্বর ৫, ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ

ফের করোনার থাবা বলিউডে। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী নীতু কাপুর। যুগ যুগ জিও ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। ছবির শ্যুটিংয়ের জন্যই নিয়মমাফিক করোনা পরীক্ষায় দুজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ফিল্মফেয়ারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক রাজ মেহতার করোনা রিপোর্টও পজিটিভ, তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অনিল কাপুরের।

আপতত বন্ধ করে দেওয়া হয়েছে ছবির শ্যুটিং। ছবির তিন কলাকুশলী করোনামু্ক্ত হওয়ার পর নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থাকার পরই ফের একবার ‘যুগ যুগ জিও’র শ্যুটিং শুরু হবে। যদিও বরুণ-নীতু ও পরিচালক রাজ মেহতার করোনা আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে এখনও কোনোরকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টিম যুগ যুগ জিও।

এ ছবিতে অনিল-নীতু-বরুণ ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবানিকে। এ ছবির সঙ্গে দীর্ঘদিন পর রূপালি পর্দায় কামব্যাক করছেন নীতু। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

গত ১৬ নভেম্বর থেকেই শুরু হয়েছিল যুগ যুগ জিও-র শ্যুটিং পর্ব। আর ক্রিসমাসে মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণের কুলি নম্বর ১। ছবির প্রমোশনও শুরু করেছিলেন বরুণ, তবে এর মাঝেই এল বরুণের কোভিড আক্রান্ত হওয়ার খবর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

18 − 2 =