চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ঘোষণা করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কহিনুর আক্তার সুচন্দা।
সেরা ছবির পুরস্কার পাচ্ছে দ্বৈতভাবে ‘ন ডরাই ও ‘ফাগুন হাওয়ায়’।
‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু।
সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান।’
ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।
জাহিদ হাসান ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু ও শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার হাতে উঠবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়া, সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী, গায়ক মৃনাল কান্তি দাস, গায়িকা মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পাচ্ছেন পুরস্কার।
সেরা শিশুশিল্পী আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার তানভীর তারেক ও আবদুল কাদির, সেরা গীতিকার কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণ পুরস্কার পাচ্ছেন।
৩ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।