কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিয়ে ‘বন্টন কানেক্ট’ নামে নতুন একটি অ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে। এই অ্যাপে চাইলেই ব্যবহারকারীরা মাত্র ৫ টাকা খরচ করে সারাদিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
অ্যাপটির আবিষ্কারক সামিহা তাহসিন ও ওমরান জামাল নামের দুই তরুণ-তরুণী জানান, অ্যাপটি ব্যবহার করে যে কেউ তাদের ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন। কোনো পাসওয়ার্ড ছাড়াই অন্যরা স্বল্প টাকায় সেটি ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, মোবাইল অপারটেরদের থেকে বর্তমানে এক জিবি ডাটা প্যাক কিনতে সর্বনিম্ন খরচ হয়ে থাকে ২৫ থেকে ৭৭ টাকা। তবে এ সেবার মাধ্যমে খরচের ২০ শতাংশ নেবে বণ্টন। বাকি ৮০ শতাংশ পাবে সেবাপ্রদানকারী। যেখানে খরচ হবে ৫ টাকা। ভ্রমণে থাকলে এর মূল্য সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর এবং গ্রীন রোডে বর্তমানে এ সেবাটি চালু রেয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ এর আওতায় আরও এলাকা যুক্ত হওয়ার কথা রয়েছে।