নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন।
রোববার(২৯ নভেম্বর) বেলা সোয়া ১১াটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, সারাদেশের সঙ্গে রেল নেটওয়ার্ক চালুক রতে চায় সরকার, প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের। আমাদের জানতে হবে, দেশের উন্নয়নটা কীভাবে হবে। ‘৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তাদের দেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না। কিন্তু আমরা যখন বিরোধী দলেও ছিলাম, দেশের উন্নয়নের কথা ভেবেছি।
তিনি বলেন, উত্তরবঙ্গবাসীর আর্থ সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু রেলসেতু গুরুত্বপূর্ণ ভূমিকা্ রাখবে।