রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে সাব্বির আহম্মেদ (৩৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (২৭ নভেম্বর) তাকে আটকের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।
আটক সাব্বির আনসার আল ইসলামের ঢাকার দাওয়া বিভাগের সমন্বয়ক। তিনি সংগঠনের অর্থায়নসহ ফেসবুক পেজের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারণা ও সদস্য সংগ্রহের কাজ করতেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।