দেশে ১৮ বছরের পর জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও এখন থেকে জন্মের পরই দেওয়া হবে বলে উদ্যোগ নিয়েছে সরকার।
ফলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নম্বর দিয়েই একজন নাগরিককে চিহ্নিত করা হবে।
১০ ডিজিটের এই নম্বরের নাম দেওয়া হয়েছে ইউনিক আইডি নম্বর।
জন্মের প্রথম দিন, অর্থাৎ শূন্য বয়স থেকে ১০ বছরের নিচে আর ১০ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত- এই দুই ভাগে ভাগ করে ইউনিক আইডি নম্বর দেওয়া হবে।
শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন অধিদফতরে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
আবেদনের ভিত্তিতে সার্ভার জেনারেটর এলগরিদমের মাধ্যমে একটা নম্বর প্রস্তুত করবে আর এটিই হবে ইউনিক নম্বর।
কর্তৃপক্ষ বলেছে, ১৮ বছর পুরো হলে তখন দেওয়া হবে স্মার্টকার্ড এবং ভোট দেওয়ার অধিকার।
বিশেষজ্ঞরা বলেন, শিশু বয়স থেকেই ইউনিক নম্বরের মাধ্যমে নাগরিক অধিকার এবং সুবিধা নিশ্চিত করা সহজ হবে।
এছাড়াও জন্ম থেকেই নাগরিকের তথ্য যখন থাকবে, তখন অপরাধ দমনে সেই তথ্য সহায়ক হবে।