বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে, চট্টগ্রামে প্রেসক্লাবের অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
সমাবেশ থেকে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপস নেই। স্বাধীনতার এতো বছর পর যারা এই দাবি তোলার ধৃষ্টতা দেখিয়েছে তারা ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। এ সংবর্ধনাকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।