সুপার সাইক্লোন ‘আম্ফান’র আঘাতে দেশের উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলা লণ্ডভণ্ড হয়ে যায়।
অনেকেই ঘরহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন।
এসব গৃহহীন মানুষদের জন্য ১ হাজার ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
২০২১ সালের জানুয়ারির মধ্যে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পাবে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবার ।
বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ অনুদানের অর্থে মুজিববর্ষে এই ১ হাজার ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
২৫ জেলায় ঘরগুলো নির্মাণে ব্যয় নির্বাহের জন্য ২০২০-২১ অর্থবছরে জেলা প্রশাসকদের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এ প্রকল্পের আওতায় বাগেরহাটে ২৫টি, বরিশালে ২৫টি, ভোলায় ১০টি, গোপালগঞ্জে ৫০টি, মাদারীপুরে ৫টি, ঝালকাঠিতে ৫টি, খুলনায় ২৪৯টি, লক্ষ্মীপুরে ৬টি, নোয়াখালীতে ৫টি, পটুয়াখালীতে ১০টি, সাতক্ষীরায় ২১১টি, শরীয়তপুরে ৬টি, ঝিনাইদহে ১৬৩টি ঘর নির্মাণ করা হবে।
এছাড়াও চুয়াডাঙ্গায় ১৫টি, কুষ্টিয়ায় ১৫টি, মেহেরপুরে ১০টি, বগুড়ায় ১০টি, রংপুরে ৮টি, লালমনিরহাটে ৭টি, কুড়িগ্রামে ১টি, যশোরে ১৩৯টি, মানিকগঞ্জে ৫টি, ফরিদপুরে ৫টি, মাগুরায় ১০টি এবং রাজবাড়ীতে ৫টি ঘর নির্মাণ করা হবে।