মোহাম্মাদ এনামুল হক এনা: রাজশাহীর খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে পাখির বাসা ভাড়ার জন্য বাগানমালিকদের ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বেশ কয়েক বছর ধরে বর্ষাকালের শেষে শামুকখোল পাখিরা বাচ্চা ফোটানোর আগে এ গ্রামের আমবাগানে বাসা বাঁধে।
গত বছর অক্টোবরের শেষে পাখিরা বাচ্চা ফুটানোর পরও উড়তে না শেখায় আমবাগানের ইজারাদাররা বাগানের পরিচর্যা করার জন্য বাসা ভেঙে আমগাছ খালি করতে শুরু করেন।
তখন স্থানীয় কিছু পাখিপ্রেমীদের অনুরোধে পাখিদের বাসা ছাড়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেন বাগানমালিকরা।
এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন পাখির বাসার কারণে ক্ষতিগ্রস্ত ৩৮টি আমগাছ চিহ্নিত করে ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন।
১ নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বন অধিদপ্তরকে আমচাষিদের ক্ষতিপূরণ হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে।