উন্নত বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও হেলথ আইডি কার্ড চালু হলো। এর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় আরেকটি মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।
এ কার্ডে একজন মানুষের চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য সংযুক্ত থাকবে। এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠি এখন থেকে সহজেই স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।
কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে এই তথ্যগুলো একজন চিকিৎসক দ্রুত দেখতে পাবেন। কার্ডটি সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে গেলে রোগীর পূর্ব তথ্য দেখে চিকিৎসক সহজেই চিকিৎসা দিতে পারবেন।
দেশের জনগণ হেলথ আইডি কার্ড ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে সেবা গ্রহণ করতে পারবেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে হেলথ আইডি কার্ড বিতরণের উদ্বোধন করেন ।