১৮ অক্টোবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন।
১৯৬৪ সালে এই দিনে রাসেলের জন্ম হয় ধানমণ্ডি বত্রিশ নম্বর সড়কের বাসায়।
জন্মের মুহূর্ত লিখতে গিয়ে বড় বোন শেখ হাসিনা বলেন, ‘…রাসেলের জন্ম হয় ধানমণ্ডি বত্রিশ নম্বর সড়কের বাসায়, রাত দেড়টায় আমার শোবার ঘরে।’
রাসেলের নামকরণ নিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘অনেক বছর পর একটা ছোট্ট বাচ্চা আমাদের বাসায় ঘর আলো করে এসেছে, আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।”
“আব্বা বাট্রান্ড রাসেলের খুব ভক্ত ছিলেন, রাসেলের বই পড়ে মাকে বাংলায় ব্যাখ্যা করে শোনাতেন।”
“মা রাসেলের ফিলোসফি শুনে শুনে এত ভক্ত হয়ে যান যে, নিজের ছোট সন্তানের নাম রাসেল রাখেন।’
রাসেলের বেড়ে ওঠার স্মৃতি হাতড়ে বড়ো বোন শেখ হাসিনা বলেন ‘আমাকে হাসুপা বলে ডাকতো। কামাল ও জামালকে ভাই বলতো আর রেহানাকে আপু।
কামাল ও জামালের নাম কখনও বলতো না। আমরা নাম বলা শেখাতে অনেক চেষ্টা করতাম। কিন্তু ও মিস্টি হেসে মাথা নেড়ে বলতো ‘ভাই’।
দিনের পর দিন আমরা যখন চেষ্টা করে যাচ্ছি, একদিন ও হঠাৎ করে বলেই ফেলল, ‘কামমাল’, ‘জামমাল’।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র,সকলের আদরের শিশুপুত্র শেখ রাসেল।