Templates by BIGtheme NET
২৩ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ , ৬ জুন, ২০২০ ইং , ১৩ শাওয়াল, ১৪৪১ হিজরী
Home » জাতীয় » বিখ্যাতজনদের হৃদয়ছোয়া অনুভূতিতে “মা” (ভিডিওসহ)

বিখ্যাতজনদের হৃদয়ছোয়া অনুভূতিতে “মা” (ভিডিওসহ)

প্রকাশের সময়: মে ১০, ২০২০, ৬:০৩ অপরাহ্ণ

মোহাম্মাদ এনামুল হক এনা: বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। মাকে নিয়ে বিভিন্ন মনীষি ও জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন মতামত দিয়েছেন। পাঠকদের জন্য মাকে নিয়ে সেরা কয়েকটি উক্তি তুলে ধরা হল-

“যার মা আছে, সে কখনই গরীব নয়।” -আব্রাহাম লিংকন

“তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।”-নেপোলিয়ন বোনাপার্ট

“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”-জর্জ ওয়াশিংটন

“সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর, মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।” -জোয়ান হেরিস

“আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।” -এলেন ডে জেনেরিস

“কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।” -সোফিয়া লরেন

“মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”-নোরা এফ্রন

“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন

“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”-দিয়াগো ম্যারাডোনা

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসুদে অকৃত্রিম ভালোবাসা।”-হুমায়ূন আহমেদ

“মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।” -গৌতম বুদ্ধ

“মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।”-হুমায়ূন আহমেদ

‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”-রেদোয়ান মাসুদ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

one + 1 =