ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘নিজের জীবন ও কর্মের জন্য তিনি সারা বিশ্বের কাছে একটি উদাহরণ।’
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের টুইট
উল্লেখ্য, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজাপাকসেকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করে সূচি পুনর্বিন্যাস করা হয়। এ কারণে বিশ্বনেতারা এ মুহূর্তে এ উপলক্ষে আসতে না পারলেও বছর জুড়ে চলা বিভিন্ন অনুষ্ঠানে অন্য বিশ্ব নেতাদের পাশাপাশি তিনিও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।